Contest

SONG : https://jarshops.com/ek-clicke-bazar/

📌 নিয়মাবলী:
১. মজার ভিডিও, গান বা নাচ তৈরি সংক্রান্ত নির্দেশনা :
https://jarshops.com/ek-clicke-bazar/ আমাদের থিম গানটির অনুকরণে অর্থাৎ আমাদের থিম সং-এর সাথে মজার পারফর্মেন্স ভিডিও, শর্ট ভিডিও, আপনার নিজের কন্ঠে গান বা থিম গানের অনুকরণে নাচ তৈরি করতে হবে। ভিডিওটি মানসম্মত এবং প্রাসঙ্গিক হতে হবে।
২. আপনার ভিডিওটি এই লিংকে পোস্ট করা হবে : https://jarshops.com/video/
আমাদের ওয়েরসাইটের লিংক টি আপনাদের Facebook প্রোফাইলে শেয়ার করতে হবে |
আপনার ভিডিওটি ফেসবুক, ইউটিউব, টিকটক – এই তিনটির মধ্যে যেকোনো একটি বা সবগুলোতে #JarshopsThemeComp #jarshops হ্যাশট্যাগ দিয়ে শেয়ার করুন।

৩. Promote (প্রমোট) করার সুযোগ :
পোস্টে লাইক বা কমেন্ট বাড়ানোর জন্য অন্যদের ম্যানশন করা যাবে।
৪. বিজয়ী নির্বাচন:
বিজয়ী নির্বাচিত হবে সর্বোচ্চ লাইক, কমেন্ট, শেয়ার এবং বিচারকদের মতামতের ভিত্তিতে। https://jarshops.com/video/
৫. লিংক শেয়ার:
প্রতিযোগীকে তার পোস্টের লিংক নিজের টাইমলাইনে শেয়ার করতে হবে।
৬. একবার অংশগ্রহণের সুযোগ:
প্রতিযোগী শুধুমাত্র একবার পোস্ট জমা দিতে পারবেন এবং তা পুনরায় সম্পাদনা বা পরিবর্তনের সুযোগ থাকবে না।
৭. হ্যাশট্যাগ ব্যবহার :
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীকে #JarshopsThemeComp #jarshops হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে।
৮. অসাধু পদ্ধতির নিষেধাজ্ঞা :
যদি কেউ লাইক বা কমেন্ট কেনার মতো অসাধু পদ্ধতি অবলম্বন করে, তাকে প্রতিযোগিতা থেকে অযোগ্য ঘোষণা করা হবে।