Tripty Rani Barai

September 15, 2021 0 By JAR BOOK

কবি ও লেখক পরিচিতি

Tripty Rani Barai

Writer 

23no. koratitola Swamibag Dhaka

ভালোবাসার কারন 


কাগজের নৌকায় ভাসিয়ে ছিলাম 

           আমাদের পরিনাম 

খুলে যাওয়া নুপুর খানিতে 

লিখেছিলে তুমি আমার নাম। 

ম্সৃতির উপর ম্সৃতির ছবি

ঘটনার ঘটে যাওয়া সবই 

ভালোবাসার ভিত্তি প্রস্হ। 

ভালোবাসার জন্য কোন কারন নয় 

অকারণেই ভালোবাসা হয়। 

ভালোবাসার সঠিক কোন 

      নিয়ম নীতি নেই 

শুধু হাতে হাত রেখে 

        মনের ঘ্রানেই 

আবেগি অনুভূতি তে 

গভীর মমতার স্রানে 

ভালোবেসে দু’ জন দু’ জনকে 

কাছে আনে।