আলাপ
আমাদের কথা কখনো ফুরোয় না,
মেসেঞ্জারে, ফোনে অথবা কোন ভালোবাসার গানে,
বেজে চলে আমাদের অহর্নিশির কথা।
আমাদের কখনো বিরক্তি বোধ হয়না,
একই কথা একই কাজের পুনরাবৃত্তিতে,
মিছিলে, স্লোগানে অথবা বাহাদুর শাহ পার্কের বেঞ্চিতে বসে থাকা প্রেমে।
আমাদের কখনো ভাটা পড়েনা বাক্য ব্যয়ে,
অনুচ্চারিত শত অনুকম্পা কম্পিত হয় আমাদের
ঠোঁটে, খাতায়, কলমে, পেন্সিলের ডগায়,
অথবা অযথা কিছুক্ষণ নিষ্পলক চোখের চাহুনিতে।
আমাদের কখনো প্রস্থান করতে হয় না,
একে অন্যের থেকে বিচ্যুত হতে হয় না সময়ের খেয়ালে,
বলতে হয় না এবার তবে বিদায়, কারণ
আমাদের কথা কখনোই ফুরোয় না।
এই গোধুলীর উপরে ভরা পূর্ণিমায়!
ভালো লাগায়, ভালবাসায়।।