Shuvro Roy

September 16, 2021 0 By JAR BOOK

কবি ও লেখক পরিচিতি

Shuvro Roy

Student

Kaharole, dinajpur

 মুক্তি


আমি চাই মুক্তি

   এ বড় সত্যি;

এ পড়ন্ত বিকেলে 

      ইচ্ছে করে,

শ্যামল প্রান্তে যেতে।

আমি চাই মুক্তি

       এ বড় সত্যি,কারণ; 

আমি অপেক্ষা করি 

               ফুটন্ত প্রভাতের;

 সেই সময়টা; 

            যখন পাখির কলরবে ঘুম ভাঙে,

 রবির আলোয় প্রভাত জাগে।

         আর সবুজ ঘাসের শিশির ঝড়ে,

ঝড়ে গাছের পাতা বেয়ে।