ভালো_থাকো অনুকাব্য
লেখকঃশাহরিয়ার অনিক
মানিব্যাগে তোমার ছবিটা এখনো রয়ে গেছে।
৭ বিলিয়ন মানুষ!
তবু আমি একা।খুব একা।
এতটা দুঃখ না দিলেও পারতে।
আমার একাকিত্তের কোন সীমা পরিসীমা নেই।
ক্যান্সারের মতো ধমনি শিরায় ছড়িয়ে পড়ছে তোমার অবহেলা।
আমি আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছি।
আমি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছি।
যদি এখনও মনে করো আমাকে ভালবাসা ভুল সিদ্ধান্ত ছিল,
তাহলে মানসিক ডাক্তার দেখাও!
সে আর্টিস্টকে ভালবাসে
আর কর্পোরেটকে বিয়ে করতে চায়!
দূরে থাকলে একা লাগে
কাছে আসলে কষ্ট পাই।
মানুষ ভুলে যায়
মানবী অস্বীকার করে!
একটা সময় ছিল,
আমাকে ছাড়া থাকতে পারতে না,আমার সাথে কথা না বললে তোমার দিন কাটত না।
খুব মাথা ব্যথা করতো,
তবুও বুকের উপর মোবাইল টা রাখতাম।
যেন তোমার মেসেজ মিস না হয়।
জানি ভুলে যাবি।
আমার শূন্যস্থান পূরণ হবে।
আমি তো আর হুমায়ুন আহমেদের উপন্যাসের নায়ক নই
যার চলে যাওয়ায় মিছিল হবে!”