Sarowar Ovi

September 10, 2021 0 By JAR BOOK

কবি ও লেখক পরিচিতি

Sarowar Ovi

Student

Munshigonj, Dhaka, Bangladesh

আমি আজ দূর দিগন্তে হারিয়ে যেতে চাই ।
যেথায় নীল আকাশ মিশে সবুজে,
যেথায় বৃক্ষতলে শুয়ে থাকে রাখল
আর তার ভেড়ার পাল ঘাস খায়, বিচরণ করে তার আসে পাশে।
আমি হারিয়ে যেতে চাই সেথায়
যেখানে বধূরা কলসি কোলে নিয়ে নদী মাতার কাছে যায় জল আনতে,
যেখানে কিশোররা লাফায় নদীতে
আমি আজ হারিয়ে যেতে চাই সেই দিগন্তে।
হারাতে চাই সেখানে যেখানে নেই কোনো দূষণ,
যেখানে নেই হানাহানি।
আছে শুধু মমতা, ভালোবাসা।
যেখানে কারো সাথে কারো প্রতিযোগিতা নেই আছে শুধু বাঁচার প্রতিযোগিতা।
যেখানে দিনের পর দিন, রাতের পর রাত বন্দী থাকতে হয় না।
মুক্ত পাখির মত ডানা মেলে ইচ্ছে মত উড়া যায় নীল আকাশের নিচে।
যেখানে সভ্যতা নামের দূষণ নেই আছে লজ্জা নামের ভূষণ।
আমি আজ হারিয়ে যেতে চাই সেই দিগন্তে।।