Sagib Chowdhury

September 16, 2021 0 By JAR BOOK

কবি ও লেখক পরিচিতি

Sagib Chowdhury

শিক্ষকতা

টিচার্স টাওয়ার, মধ্যম হালিশহর, বন্দর, চট্টগ্রাম। শিক্ষকতা

 শরৎমেলা

 

মনকাননে শরৎ আসে নানান ফুলের গন্ধ এঁটে,

ফুলে-ফুলে গন্ধ শোঁকে 

প্রজাপতি যাচ্ছে উড়ে রঙ ছড়িয়ে।

আকাশজুড়ে নীলের খেলা, যাচ্ছে বয়ে মেঘের ভেলা,

কৃষক-মাঝি সন্ধ্যেবেলা দেখছে খেলা, 

তারার মেলায় যায় হারিয়ে।

 

ছাতিম ফুলে রঙ লেগেছে, শিশির ঝরে আকুল প্রাণে,

দূর্বাদলে সূয্যি নামে 

আলোর নাচন করছে খেলা ঝলমলিয়ে।

হৃদয় নাচে কোন পিয়াসে, মেঘ গুড় গুড় মেঘের দেশে

কোন সে আশে, কোন গগনে 

মেঘবালিকা ঝিলিক মেরে যায় মিলিয়ে।

 

ঘাসের উপর চলতে গিয়ে বর্ষামেয়ে নাচনহারা,

ঝরছে কতো ফল্গুধারা, 

ফড়িং উড়ে সরস মনে রূপ বিলিয়ে।

নীরবস্মৃতি ঝরছে বনে, পড়ছে উড়ে হৃদয়তীরে,

পাগল হাওয়ার ঘুর্ণিপাকে ডাকছে যেন কেউ,

কাশবনেরই দুলকি সাদায় হাওয়ায়-লাগা ঢেউ।

 

চাঁপাফুলের গন্ধ শোঁকে 

কোন পিয়াসী মাথায় গুঁজে শেষ বিকালে,

জোছনা রাতে তারার মেলায় 

আকুল প্রাণে যায় হারিয়ে কোন সে কালে।

বৃষ্টি ঝরে ঝির-ঝিরি-ঝির, হিমঝুরি ফুল মাখছে আবির

মিনজিরি ফুল স্বপ্ন দেখে আকাশ সনে,

ভ্রমর আসে  গুঞ্জরনে, রঙিন ঘুড়ি যাচ্ছে কেটে

পড়ছে শেষে নাটাই ছিঁড়ে কোন সে বনে।

 

খেয়ালি মন উড়ছে যেন স্নিগ্ধধারায় আপন ছলে,

শারদ হাওয়া ডাকছে আমায় দূর্গা মায়ের চরণতলে।

গগনশিরীষ, পান্থপাদপ,  শেফালি ফুল করছে খেলা,

কলিয়েন্ড্রা স্বপ্ন দেখে কখন আসবে শরৎমেলা।

শিউলি ফুল ফুটবে বলে গগনতলে শরৎ নামে, 

পাখিফুলের আঁখির নাচন হেমন্তেরই আহ্বানে।