প্রেরণার অবয়ব
“””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””'””””””””””””””””””””
দাঁড়াবার গতি ভাষণের রং,
হৃদয় থেকে অনুসৃত জয়গান,
নেই ভয়-স্্শয় লড়বার প্রত্যয়,
জীতবই এই মনোবল জীয়নকাঠী।
জীবনের এই প্রান্তে, প্রেরণা তিনি চিত্তে।
কে সে?জানবে যখন বুঝবে তখন।
তিনিই সেরা? পৃথিবী জুড়ে অনেক তো নাম।
কে আছে বল তোমার মতন।
তোমার ধ্বনি অনুরণিত আজও কানে বাজে মন্ত্রের মতন।
বঙ্গগানে বঙ্গনাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
তোমার কড়চা আমায় শেখায়
মুখচ্ছবি স্বপ্ন দেখায় ,কন্ঠধ্বনি শক্তি যোগায়।
বাঁধাই জীবন আলিঙ্গনে বাধ্য করায়।
“