Sabiha Jannatun Nur Fuara

September 17, 2021 57 By JAR BOOK

কবি ও লেখক পরিচিতি

Sabiha Jannatun Nur Fuara
MBBS 4th year,Sylhet MAG Osmani Medical College
গফরগাঁও, ময়মনসিংহ

বঙ্গবন্ধু

অনেকটা আফসোস আমার, দেখি নি তোমায়
তবুও মনের ক্যানভাসে রাঙিয়েছি তুলিকায়
বিশ্ব শুনেছে তোমার বলিষ্ঠ কণ্ঠ,শুনেছে মুক্তির ডাক
দেখেছে তেজদীপ্ত তর্জনীর নির্দেশ
তাইতো পেয়েছি এক স্বাধীন বাংলাদেশ
প্রজন্ম থেকে প্রজন্মান্তরে তুমিই প্রেরণা
নীতি,আদর্শ, সাহস ও ত্যাগের নমুনা
তুমিই ধ্যান, তুমিই দর্শন তুমিই চেতনা

[কিন্তু আজ সন্ধ্যাতারাগুলোর ভীষণ মন খারাপ ]কারণ জানতে চাও——?
—————

আবার ও এসেছে সে নিকষকালো রাত নরপশুরা যেদিন করেছে পিতাকে ঘাত
তুমি হয়েছিলে রক্তাক্ত,আর জাতি অভিভাবকরিক্ত
তাতে কি-তুমি তো মৃত্যুঞ্জয়ী,অবিনশ্বর
তুমি বেঁচে আছ চেতনায়,প্রেরণায় আর নোনা অশ্রু জলে
বেঁচে আছ তুমি,বেঁচে থাকবে তুমি
এ মোদের অঙ্গীকার।।।