মুক্ত পাখি
রতন চন্দ্র রায়
হ্নদয়ের আগিনায় বহুকাল
পুশে রেখেছি তোমায়,
রেখেছি মায়ার খাচায় বন্ধি করে।
খেতে দিয়েছি হ্নদপিন্ড খানি,
আরো দিয়েছি রক্ত ভিজে চিরে।
যতন করে পুশেচি পাখি,
আমার মনেরো মন্দিরে।
যখন তুমি হয়েছো বড়,
লালসা গুলো করেছো বড়।
আঘাত হেনেছো মোর মায়ার খাচাতে,
তাইতো আমি তৃপ্তি হাসি দিয়ে।
মুক্ত করে দিলাম আজ,
মায়ার খাচা ভেঙ্গে মুক্ত আকাশে।
যাও উড়ে মুক্ত আকাশে
ফিরে তাকায়ইও না,
আমার মনেরো মন্দিরে।
সকল কিছু খেয়ে যখন গেলে উড়ে,
আমার হ্নদয় খানি শূন্য করে।
কেন এসেছ বন্ধি হতে,
আমার মনেরো মন্দিরে।”
similar with my love situation
💖
Nice
💖