Rotan Chandra Roy

September 7, 2021 4 By JAR BOOK

 

 কবি ও লেখক পরিচিতি

Rotan chandra roy

Student

Debipur

বীর জাতি

রতন চন্দ্র রায়

বীর বাংলার বীর জাতি
তোমরা জাগ্রত হও, সচেতন হও।
নিজেকে কর শুদ্ধ পবিত্র শক্তিধারী।
দানব পিশাচ দেশদ্রোহী দেও বলি।
বীর বাংলার বীর জাতি
তোমরা জাগ্রত হও, সচেতন হও।
বন্ধ কর দানব পিশাচ দেশদ্রোহীর তান্ডব।
রুদ্ধ কর তাদের শ্বাস।
রুখে দাড়াও তাদের বীরুদ্ধে,
ঐক্যবদ্ধ কর জাতিকে।
অন‍‍্যায় নিপীত জাতি মুক্ত কর।
শুদ্ধ পবিত্র কর বাংলাকে।
যে জাতি মাথা নত করেনি,
ছেড়ে যায়নি একাত্তরের,
রক্ত রঞ্জিত মাঠকে।
সে জাতি কখনো দম্বার নয়।
দানব পিশাচ দেশদ্রোহী দল।
বিশ্বাসঘাতকতা করেছো জন্মভূমিকে,
আঘাত হেনেছো জাতিকে,
তোমাদের ক্ষমা করবে না জাতি।
বীর বাংলার বীর জাতি
তোমরা জাগ্রত হও, সচেতন হও।”