শূন্যহীন পথ
নিবিড় সম্পর্কে বাধা এই ঘড়
আজ শূন্য ঠিকানা তার।
প্রতিশ্রুতি দিয়ছো তুমি আমায়..
শত বছর পুড়িয়ে গেলো, সেই শূন্য খেয়াল।
রাত প্রহরে জানালার পাশে
মুঠো ফোন হাতে, শুধু নেই সেই মিষ্টি আওয়াজ।
প্রেম আলাপনে ঘুম আসে চোখে
তার পর ঘুমাইনি রাতভর জেগে।
অদ্ভুত এক পৃথিবী তার
মিথ্যে মায়ায় বেঁধেছে ফাঁদ “”
কত সপ্ন বুনেছে তোমাকে নিয়ে,
এক সপ্নীল ক্যানভাস খুলবে বলে “”
ক্ষণিকের তুমি আজ,
বুঝোনি কি ছিলাম আমি তোমার।
সত্য ভালোবাসার কমতি ছিলোনা
শুধু তোমার ডাইরী পাতা ভূল ছিলো।
ওহে নারী ছোট্ট করে বলি তোমাকে
সব ছেড়ে বুঝো তোমার আমিটাকে।
ছিলাম আছি থাকবো, তোমার পথ চেয়ে
যদি পারো ফিরে এসো আমার গন্তব্য স্থলে।”