Rana Zaman

September 15, 2021 0 By JAR BOOK

কবি ও লেখক পরিচিতি

Rana Zaman

Servant 

Mirpur-2; Dhaka

আমার মা-এ হাসছে

রানা জামানআমার মা-এ হাসছে দেখুন হাতে পানের বাটা

গভীরভাবে দেখুন চেয়ে  দিচ্ছে আমায় টা টা

মাতা আমার চলে যাওয়ায় আজো তাজা ঘা-টা


আমার মায়ের স্নেহের আঁচল  এখন অনেক দূরে

মায়ের আমার পরশ গুলো মনেক খাচ্ছে খুঁড়ে 

মায়ের পরশ পেতে আবার ব্যাকুল মনটা ঘুরে


মা-এ আমার তিনটি বেলা রাধতো মজার খানা

অমন মজার খাবার খেতে মনটা আজো ফানা

মা না থাকার কষ্টে পুড়ে হৃদয় দধি ছানা


মায়ের হাসির সাথে ছিলো মায়ের মিষ্টি শাসন

লেখাপড়ায় মন লাগিয়ে মানুষ হবার ভাষণ

মনের মাঝে রাখা আছে মায়ের ভক্তির আসন


মাকে আমার মনে পড়ে সকাল সন্ধ্যা রাতে

দোয়া করি মায়ের জন্য নিত্য জোড়া হাতে

মায়ের আদর শাসন স্মৃতি আছে আমার সাথে।”