দুরবিন
পল্লব রায়
তুমি তো বলছো হিন্দু মরছে বৌদ্ধ বা মুসলিম
আমি তো দেখছি মানুষ মরছে, মরছেই প্রতিদিন!
তুমি তো বলছো সুখে আছে দেশ, সকলের মুখে হাসি
আমি তো দেখছি মানুষে মানুষে ফুটেছে দুঃখ রাশি।
তোমরা মারছো চাপাতিও ভাতে, পায়ের তলায় পিষে
তোমরা মারছো ধর্মের নামে সাম্প্রদায়িক বিষে,
তোমরা শেখাও দেশ ধর্ষণ, ঘাতকের পা চাটা
দিনে সাধুবেশে রাত এলে দেশে বেশ্যা পাড়ায় হাঁটা।
তোমরা করছো জ্বালাও পোড়াও, ধর্ম বারুদ ঠুকে
কাঁদছে মানুষ শহিদ মিনার বিরল অসুখে ধুকে,
হিংসার বাঁশি বাজে চিৎকারে, তোমরা বাজাও তালি
আমাদের ক্ষুধা-রোগ-শোক আর তোমার মুখের গালি।
আমরা ফোটাই গোলাপ যত তোমরা তো চাও রক্ত
তোমরা তো চাও দেশ বেচে হই পাকি কুত্তার ভক্ত,
তোমরাই চাও পতাকার লাল মুছে দিতে বারে বার
হাত দাও যদি আগুনে মূর্খ পুড়ে হবে ছারখার।”