Orin Zannat Ahona

September 8, 2021 0 By JAR BOOK

 কবি ও লেখক পরিচিতি

Orin Zannat Ahona

Student

Jashore

হলি আর্টিজান ট্রাজেডী

গুলশানের সেই উনয়াশি নাম্বার রোড, মানুষ কি কখনো ভুলতে পারবে কুৎিতস সেই ভোর। মৃত্যু ফাঁদ,হলি আর্টিজানে কখেতে গিয়েছিল যারা নর পশুদের হাতেই প্রান দিয়েছিল তারা।বীভৎস এক রাত কেটেছে সেই জিন্মিদের।তখনও হয়তো বাচার ইচ্ছা ফুরোয়নি তাদের।সকাল হতেই শোনা গেল তাদের করুন মৃত্যু সংবাদ।মানুষ তো বোঝেনি এটা সংবাদ না সংঘাত।১২ ঘন্টা রুদ্ধসশ্বাস ফুরোতে চায় না কারো।পৃথিবী কেঁদে বলে বিধাতা এই কি হওয়ার ছিল ?
কয়েকটি মরলে কালসাপ,
ঘুচবে না কোন অভিসাপ।
মরতে হবে পাপীদের প্রত্যেকেই,
মারবে এই শোকাহত বাঙালি নিজ হাতেই।
এই নরকের কীটগুলোর জায়গা হবে না কখনোই এই ধরনিতে। ঘনিয়ে অসছে ওদের সময়, ঐক্যবদ্ধ হতে দাও সুধু সবাইকে।”