Obaydul Munshi

September 9, 2021 0 By JAR BOOK

 কবি ও লেখক পরিচিতি

Obaydul Munshi

Job

Hasan nahar, Sunamgonj 

কিছু আগুনেও কষ্ট জ্বলে

বায়দুল মুন্সী।

নিরব দহনে পুড়ে ছাই হওয়া কিছু কষ্ট;
বেদনার ছাকনিতে ছাঁকা হৃদয়ের চাপাকান্না।
বদভ্যাসে ভুলে থাকার প্রয়াসে
নিজের দুঃখকে দূরভিত করতে
কিছু পুরুষের ব্যর্থ অভিলাষ।

শান্তির আলয় যখন
অশান্ত ঝড়ে কেঁপে ওঠে
অশনীদের নিষ্ঠুর থাবায়।
তখন অসহায় পুরুষ ;
ভাঙা নিলয়কে ঠিকিয়ে রাখতে
দু-আঙুলের ফাঁকে পুরে নেয়
জ্বলন্ত সিগারেট।
কেউ দেখে না,কেউ জানে না যে,
কিছু আগুনেও কষ্ট জ্বলে!