Nayem Hossain

September 6, 2021 0 By JAR BOOK

 কবি ও লেখক পরিচিতি

Nayem Hossain

Student 

Bauphal, patuakhali Bauphal

“প্রানে বাসনা জাগে গো মোর প্রিয়তমা
হতাম যদি স্বর্নমূদ্রা
“””””” রহিত হতাম স্বর্নকারের দোকানে তে,
মালা হয়ে উঠতাম আমি তোমার গলেতে “”””””

উদ্রেক হয় আজো যে মোর,হতাম যদি সূতা
“””””” শাড়ি হয়ে থাকতাম আমি তাতির ঘরেতে,
প্রতিটি ভাজে দৈনিক সাজে তোমার অঙ্গেতে “”””

প্রানটা আমার থাকতো যদি পরে মাটিতে
“””””” কুমোর ঘরে জন্ম নিতাম মাটির কলসিতে,
তাহার কাঙ্খে চড়ে আমি যেতাম নদীতে “”””””

“””” ইচ্ছে ছিলো হতাম যদি গহীন বনের কাষ্ঠ,
নৌকা হয়ে ভাসিয়ে নিতাম
জলের উপর বিছিয়ে যেতাম
আমার বুকের মধ্যে চড়ে
ভাসতে জানি সাগর পাড়ে।”””””