বিপ্লবী
মুস্তাকিম বিন জামান
……………………………
বলো সূর্য, বলো চন্দ্র
গগন তলে মানব কুলে
আমি রাজা এক ইন্দ্র।
আমি অদ্ভুত আমি নির্ভয়
এক আল্লাহর ছাড়া কারো কাছে
মানি না পরাজয়…
আমি নিকৃষ্ট আমি নই ব্রহ্মচারী
অত্যাচার আইন আমার
আমি হিংস্রতার অধিকারী।
আমি রাজপথে ভাঙ্গা দৃঢ় কণ্ঠস্বর
আমি পাষাণের শিরোমণি
ললাটে আমার কাঁদো চিহ্ন
আমি একে একে ধ্বংস আনি।
আমি রাখালের হাতে ভরা সন্ধার
বিষ মাখা সেই বাশের বাঁশি
আমি রাক্ষস সম অধিপতি
আমি কুল হারা এক সর্বনাশী ।
আমি অনলে দগ্ধ লোহার কুঠার
চূর্ণতা মোর সীমাহীন
আমি হিম শীতল এক ঝরনা ধারা
সভ্যতা মোর বিলীন ।
আমি অগ্নিবীণার ঝরা ঝল্কানি
আমি বিদ্রোহী রণবীর
আমি বিক্ষুব্ধ এক তাজা তরুন
আমি উন্নত মমশীর ।
আমি থেকে থেকে চমকে ওঠা
ক্ষুধায় কাতর মায়ের গান
আমি লজ্জিত এক মহাপ্রলয়
আমি সভ্যতার অপমান।
আমি ছিন্ন আমি ভিন্ন
আমি জলোচ্ছ্বাসের টান
আমি বাধ ভাঙ্গা সেই চাপা কান্না
প্রতিশোধের হিংসাতে মহীয়ান ।
আমি সিংহের সেই ছাড়া হুংকার
আমার নরসাজে সমতা
আমি দেখিনি ফিরে পিছে
আমার ফেলে আসা মমতা ।
আমি প্রনয়ের টানে প্রনয় আনি
প্রলয় হানিলে প্রলয়
দেবের কাছে দেবদূত আমি
যমের কাছে যমালয় ।
আমি ফুলে ভরা নতুন ভোরের
মুগ্ধ হওয়া দুটি চোখ
আমি সুন্দরে শুধু চেয়ে থাকি
নির্বাক অপলক ।
আমি গন্তব্য হীন একা পথিক
আমার বাহুতে নবীন বল
ভেতর থেকে বলছে আমায়
চলরে চলরে চল ।
যা আসে সেই পথের বাঁধা
পার করিয়া তাই
বিজয় নিশান ওড়াও তুমি
তুমি অক্ষয় অব্যয় ।”