মানবতার দুয়ার
মো:লিখন হাসান
হৃদয়ের দুয়ার খোলে মানবতাকে আহব্বান কর
হে মানব সকল।
মানবতায় শান্তি মিলে,ভ্রাতৃত্ব বাড়ে
সম্পর্ক হয় গভীর।
সব ব্যথা বেদনা ভুলে,
পিছনের অতীত মুছে
হাসি মাখা মুখে
মানবতার দুয়ার খোল সবে
অন্যের বিপদে এগিয়ে যাও;
দুঃখে শামিল হও।
উঁচু-নিচু ভেদাভেদ ভুলে
কাঁধে কাঁদ রেখে বিশ্ব কর জয়।
মানবতায় মানব প্রেম-
কে বৃদ্ধ,কে ভিক্ষুক,কে রাজা-মহারাজা
মানবতায় সকলেই সমান
মানবতা পাশে সর্বোচ্চ সম্মান।
আমি মানবতাবাদী,বিদ্রোহী নজরুলের কথা শুনেছি
তিনি কথা বলতেন-কুলি,দিন মুজুর,শ্রমিকের
আমি রফিক আজাদের কথা শুনেছি
তিনি কথা বলতেন-ক্ষুধার্ত জন মানুষের।
আমি তাদেরি মতো সামান্য একজন
আমি বলি- দুস্থ জীবিকা হীন অসহায় পথিকের কথা
দু’মুঠো ভাতের আশায়,মানবতার দুয়ারে হাত বাড়াই
ফিরিয়ে দিও না তাদের মানবতা রক্ষা কর সবে।
মানবতায় সর্ব সুখ মিলে
অসহায়ের হাসিতে মুখ ভরে
হৃদয়ের দুয়ার খোলে,
মানবতাকে আহব্বান কর সবে।
সকলে মোরা মানব জাতি;
মানবতা মোদের গুণ।
মানুষের কাছে মানবতার পরিচর
আমরা মানুষ।
মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব
শ্রেষ্ঠ পরিচয়।
কাজেও মোরা শ্রেষ্ট হব
মানবতা দিয়ে বিশ্ব করব জয়।
অসহায়ের মুখের হাসিকে
নিজের বলে;
হৃদয়ের দুয়ার খোলে
মানবতাকে আহব্বান কর সবে।