Md Hanjala Hossen Tamim

September 15, 2021 0 By JAR BOOK

কবি ও লেখক পরিচিতি

Md Hanjala Hossen Tamim

student

গ্রামঃ কেশাইল,ডাকঘরঃ ভান্ডারপুর,থানাঃ বদলগাছী,জেলাঃ নওগাঁ 

 বাঙালির কথা  

মোঃ হানজালা হোসেন তামিম 

 

বাংলাদেশ সে আমার অহংকার,

নয় সে তো শুধু একটি নাম। 

সে বাঙালি জাতির নিঃস্বাস 

সে তো লাখ কোটি মানুষের প্রাণ।

ভাষা আন্দোলন,ছয়দফা আর গন অভ্যুস্হান,

দিয়েছিল বিজয়ের ঘ্রাণ।

এগিয়ে যাই ধীরে ধীরে মোরা

দিয়ে বিজয়ের হুশিয়ার। 

বাঙালির আহ্বানে জমেছিল লাখ জনতা,

কেঁপেছিল রেসকোর্স ময়দান। 

জেগেছিল বাঙালি জাতির স্বত্বা,

বাংলাদেশ জয়ের নিশানে। 

একাত্তরের মুক্তিযুদ্ধ চেতনা

দেয় সে তো প্রেরণা,

লাখ শহীদের রক্তে ভেজা 

ছাপ্পান্নো হাজার বর্গমাইল।

নয় মাসের কষ্টে ভরা,

দুঃখীনি মায়ের অশ্রু ঝরা,

যায়নি সে তো মোদের বৃথা

বিনিময়ে পেয়েছি বাংলার স্বাধীনতা। “