Md Akbor Hosen

September 7, 2021 0 By JAR BOOK

 

 কবি ও লেখক পরিচিতি

Md Akbor Hosen

Student

Narayanhat, Fatickchari,Chittagong 

বর্ষার পথিক

আকবর হোসেন

বিরতিহীন বৃষ্টি সিক্ত করেছে সমস্ত ধরায়
মেঠো পথ সবি কাদায় ভরা পথ চলা বড় দায়।
অচেনা পথিক হাঁটে নিরবধি হাতে কুজো কালো ছাতা
যায় সে কোথায় কোন অজানায় জানি নাক সে বার্তা।
দেহখানা তার কাদায় ভরা বেখেয়ালি বিজন পথিক
হারিয়েছে তার আপন নিশানা জানে না হয়তো দিক।
প্রবল বৃষ্টি মানে না ছাতা আছড়ে ধরে তাকে
নিরুপায় পথিক ভেজে নিরবধি বিশ্রাম নেয় ফাকে।
দোকানে বসে আহারের ফাকে শুধায় এ কোন গ্রাম
আমি যাব ভাই ঐ দুর দেশে,অচিনপুর তার নাম।
গড়িয়ে পড়ে জলরাশি কত শিথিল দেহ হতে
বিজন পথিক আখি মেলে চায়,জল আছে কত পথে।
বেরুবা মাত্র ইছড়ে পড়ে কর্দমাক্ত তলে
ছাতাখানা তার অদুরে উড়ে,দেহখানা গড়ায় জলে।
পথের পথিক হাসে কুটি কুটি,এমন দৃশ্য দেখে
অসহায় পথিক দাড়িয়ে পড়ে দেহে কাদা ক্রোধ মেখে।
এমনি করে বয়ে চলে পথিক বৃষ্টিজলে ভিজে
অফার কষ্ট বুকে যদিও, শক্তি নেই দেহ মাঝে।
তবু সে হাটে বসে কত ঘাটে,জল আছে সারা মাঠে
উকি মেরে চায় কিছু যদি পায় এ অচেনা ঘাটে।
যদিও লাগে অপরুপ সবি যে দিকে দৃষ্টি যায়
ক্লান্ত সিক্ত দেহী পথিক প্রকৃতির মাঝে হারায়।