নিপীড়নে একাত্তর
অজস্র শব্দ ঝেঁকে ধরেছে
কোলাহল,গোলমেলে পায়ের ছাপ
কোথাও একটা বোমার আওয়াজ
অশান্ত লোকের ছুটোছুটি
ঘরহারা বুড়ীটা ঝুলি হাতে
কাহিল দেহে ছুটছে ভয়ে
কতো গুলির আওয়াজ,বুটের শব্দ
কাখে ছোট্ট মেয়ে
অনাগত শিশুর আগমনী বার্তা প্রকাশিত দেহে
মাথায় কাপড়ের পুটলি,ছুটছে এলোমেলো পায়ে
অজস্র শব্দ,কী বিশ্রি!
অনেক গুলো লাশ পথে আছে পড়ে
তাকাতে ভয় হয় রক্তে ছেয়ে গেছে
পুরুষের চোখে আতঙ্কের ছাপ
বোমার শব্দে বুক কেঁপে উঠে
মাথার উপর শকুনেদের আনন্দ উল্লাসে
শব্দের বিভৎস সংঙ্গীতে নৃত্য করছে
অসংখ্য শব্দ ঝেঁকে বসেছে বাতাসে
অসয্য যন্ত্রণা,এতো রক্ত,কতো লাশ!
ভয় হয়,তীব্র যন্ত্রনা।
“