অবলম্বন
মেশকাতুন নাহার
কবিতা কে বলি আমি
যা না ছেড়ে আমায়,
সে আমাকে হাতটা ধরে
পিছন থেকে থামায়।
যতই বলি আর লিখবো না
যাবো ছেড়ে চলে,
সে যে আমায় চুপিচুপি
ভালোবাসি বলে।
মেঘলা দিনে ঝড় তুফানে
আসে হতে সাথি,
মন আকাশে রশ্মি হয়ে
দেয় যে মালা গাঁথি।
এই যে মেয়ে বলে ডেকে
কেন জল ভর আঁখি?
প্রভাত বেলা ঘুম ভাঙাবো
হয়ে বাগের পাখি।
এলোকেশী অনিমেষে
ভাবছো কী যে বসে?
মহাকাশে তোমার টানে
উল্কা পড়ছে খসে।
তাইতো আমি বারেবারে
ছুটে আসি ফিরে,
বর্ণমালায় ছন্দ সাজাই
স্বপ্নের প্রদেশ ঘিরে।
বিশ্বাস ভঙ্গ করে না সে
থাকে দুখে পাশে,
যখন হৃদয় জ্বলে পুড়ে
রোধ করতে সে আসে।
বাতায়ন যে খুলে লেখি
মুক্ত মনে খাঁচার,
কাব্য আমার অবলম্বন
উত্তাল স্রোতে বাঁচার।”