জীবন কথন
কাজী তৃনা লায়লা
জীবন আমার চায় না চলতে,
তবুও চালাতে হয়,
জীবনের পথে ক্ষণে ক্ষণে শুধু পিছলে পড়ার ভয়।
অত কাজ করে লাভ নেই ভাই,
বসে থাকি অকপটে।
যত কাজই করি,
তা-ই তো হবে,
যা আছে মোর ঘটে।
আমি বসে থাকি,
আশা বেঁধে রাখি,
কাটাবে তিমির প্রভু।
দিন চলে যায়,
মাস বয়ে যায়,
আসেনা সকাল কভু।
বছর কতক পড়ে যখন ভাঙলো আমার ঘুম,
চেয়ে দেখলুম সময়ের ফাঁদে হয়ে গেছি আমি গুম।
আমি ছিনু যেথা,
সেথায় আছি,
গড়িয়ে গেছে কাল।
জীবন নদীতে,
বাইছি নৌকো,
নেই নৌকোর হাল।
বিধাতার কাছে করিনু দোয়া,
দু’খানা হাত তুলি,
ক্ষণকাল পরে হলো বোধোদয়,
দেখিনু কুরআন খুলি।
হায়! হায়! একি,
অনুতাপে পুড়ি,
কেঁদে যে পাইনা কূল।
তাকদির লয়ে,
এত কাল ধরে,
বুঝলুম শুধু ভুল।
মহান প্রভু জানেন আদি, জানেন মোদের অন্ত,
লিখে রেখেছেন কে হবে পাপী, কে হবে পয়মন্ত।
আল্লাহ মোদের দিয়েছে জ্ঞান, স্বাধীন ইচ্ছে শক্তি,
জানিয়ে দিয়েছে কোনটি সঠিক, কোন পথেতে মুক্তি।
নিজের ভুলেতে,
অলসতা করে,
হয় যদি পরাজয়,
সেই দায় যে শুধুই আমার,
অদৃষ্টের নয়।
দেরিতে হলেও জীবন নৌকো পেয়েছে তীরের খোঁজ,
তাই তো তীরে, ভিড়াতে খেয়া, কাজ করে যাই রোজ।
চেষ্টা কখনো বিফলে যায়না, মহান আল্লাহ বলে,
হয়তো কূলে ভিড়াবো পানসি, নয়তো ভাসবো জলে।
কাজ করে যাই, নেই মনে তাই নৌকা ডুবির ভয়,
সকল বাঁধা পেরিয়ে ঠিকই আসবে যে বিজয়। “
অসম্ভব সুন্দর আর বাস্তবতায় ঘেরা🤍
Masha Allah, onnnneeek sundor <3
ধন্যবাদ আপু
Thank you 🥰
সুন্দর লেখার জন্য অনেক শুভেচ্ছা শুভকামনা রইল।
ধন্যবাদ আপু
Thank you 🥰
Alhamdulillah. Very Nice poem.
বাহ! কি সুন্দর লেখনী 🥰🥰
Thank you 🥰
বাহ! কি সুন্দর লেখনী 🥰🥰
ও সবসময়ই ভালো লিখে। আর আপনিও।
Thank you 🥰
আলহামদুলিল্লাহ।। অনেক সুন্দর হইছে💙
Thank you 🥰
মাশা আল্লাহ। অনেক সুন্দর হইছে ❤️
Thank you 🥰
মাশাল্লাহ! অত্যন্ত জীবন ঘনিষ্ঠ লেখা।
Thank you 🥰
ওয়াও! কবিতা পড়ার সময় মনে হচ্ছিলো রবীন্দ্রনাথ ঠাকুরের আধুনিক ভার্সন পড়ছি।
😱😱😱
অনেক সুন্দর হয়েছে💗
Thank you 🥰
অসাধারণ!
Thank you 🥰
তোমার কবিতা পড়ে মনে হয়েছে কেউ আমার উপলব্ধি গুলোকে কবিতার রুপ দিয়েছে। অনেক অনেক শুভ কামনা।
Thank you 🥰
Nice poem
Thank you 🥰
এতো সুন্দর করে বাস্তব কথা তুলে ধরেছেন আপু! ❤️
Thank you 🥰
অনেক সুন্দর হয়েছে আপু। অনেক অনেক শুভ কামনা।
Thank you 🥰
এত্ত সুন্দর তোমার লিখার হাত।মাশাআল্লাহ
Thank you 🥰
বাহ! দারুণ।
Thank you 🥰
অসাধারণ ❤️❤️
Thank you 🥰
বিধাতার কাছে করিনু দোয়া,
দু’খানা হাত তুলি,
ক্ষণকাল পরে হলো বোধোদয়,
দেখিনু কুরআন খুলি।
বর্তমানে বেশির ভাগ মুসলিমের এই অবস্থা, আল্লাহ সবাইকে বুঝার ক্ষমতা দান করুক। আমিন
Thank you
Very nice
Thank you 🥰
মাশাল্লাহ অাপু,অনেক বেশি সুন্দর হয়েছে। অাল্লাহ অাপনার লেখায় বরকত দিন❤️
Thank you 🥰
MasaAllah,go ahead
Thank you 🥰
মাশা আল্লাহ। অনেক সুন্দর হইছে
Thank you 🥰
“চেষ্টা কখনো বিফলে যায়না, মহান আল্লাহ বলে,
হয়তো কূলে ভিড়াবো পানসি, নয়তো ভাসবো জলে।”
সুন্দর লাইন ❤️
অনেক ভালো হয়েছে এটা!
Thank you 🥰
Mashallah 😍
Thank you 🥰
অসাধারণ
Thank you 🥰
আরেহ বাহ!!!
Thank you 🥰
Be blessed dear❣️❣️❣️
Thank you 🥰
Masha-Allah 🥰
Thank you 🥰
মাশাল্লাহ চমৎকার লিখেছো আপু।অনেক অনেক শুভকামনা রইল 😊💙
Thank you 🥰
Good one….❤️❤️❤️❤️
Thank you 🥰
অসম্ভব সুন্দর লেখনী, আপু । ❤
Thank you 🥰
অসম্ভব সুন্দর একটি কবিতা, মনটা খুশিতে ভরে গেল। সুন্দর মনের অধীকারণী না হলে এমন সুন্দর ভাবে লেখা যায় না, কবিতার মত মনটাও নিশ্চয় অসম্ভব সুন্দর। মানুষের মণে বেচে থাকবে এমন মানুষ অন্ততকাল ধরে তার লেখার মাধ্যমে এই কামণাই করি………………
Thank you 🥰
Onk valo laglo 💝
Thank you 🥰
মাশাল্লাহ আপু।আপনার লেখা অনেক সুন্দর।
Thank you 🥰
বাহ্, খুব সুন্দর লিখেছো
Thank you 🥰
মাশাল্লাহ অসাধারণ লিখেছেন আপু।।আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি
Thank you 🥰
খুব সুন্দর। বাস্তবিক।❤️
Thank you 🥰
MashaAllah
Thank you 🥰
কি সুন্দর, আপু! অসাধারণ।
Thank you 🥰
কি সুন্দর, আপু! সত্যিই অসাধারণ।
Thank you 🥰
অনেক সুন্দর আপু 💕💕মাশাআল্লাহ💜
Thank you 🥰
“নিজের ভুলেতে
অলসতা করে
হয় যদি পরাজয়
সে দায় শুধু আমারই
অদৃষ্টের নয়”
খুব ভালো লেগেছে আপু,শুভকামনা আপনার জন্য
Thank you 🥰
Very nice poem
Thank you 🥰
অসাধারণ লেখা 😍
Thank you 🥰
খুব সুন্দর হয়েছে,আপু
Thank you 🥰
Onk sundhr hoiche
Thank you 🥰
তোমার লেখা বরাবরের মতোই অসম্ভব সুন্দর। শুভকামনা রইল❤
Thank you 🥰
Onk onk sundhr hoiche
Thank you 🥰
বাহঃচমৎকার লিখনি👏👏
Thank you 🥰
বকহঃ চমৎকার লিখনি👏👏
Thank you 🥰
Excellent. Carry on dear…
Thank you 🥰
Mashallah 😍
Thank you 🥰
অসম্ভব সুন্দর।
Thank you 🥰
Masallah onk sundor lekha apu😍
Thank you 🥰
Masha’allah..
Thank you 🥰
অনেক সুন্দর। ❤️🌹
Thank you 🥰
একটি জীবনমুখী লেখনী ❤️
নিজের ভুলেতে,
অলসতা করে,
হয় যদি পরাজয়,
সেই দায় যে শুধুই আমার,
অদৃষ্টের নয়” লাইনগুলোতে আটকে গেলাম।শুভ কামনা আপু 😍
Thank you 🥰
Khub shundor kore likhle, mashaAllah. Khub valo laglo pore rumki.may Allah bless you 😇
Thank you 🥰
MashaAllah khub sundor likhechish ❤️
Thank you 🥰
মাশা-আল্লাহ অনেক সুন্দর কবিতা।
Thank you 🥰
MasaAllah
ধন্যবাদ আপু
MasaAllah
Mind blowing
ধন্যবাদ আপু
অসাধারণ !
ধন্যবাদ আপু
অসাধারণ ! সুন্দর ভাবনার বহিঃপ্রকাশ।
ধন্যবাদ আপু
সুন্দর সৃষ্টি ❤️
Thank you 🥰
মাশা আল্লাহ। অসাধারণ ❤️❤️
Thank you 🥰
Vlo kobita
Thank you 🥰
মাশাল্লাহ😍অনেক সুন্দর আপু,কখনো থামিয়ে দিবেন না লেখা
Thank you 🥰
অসাধারণ। ❤️❤️❤️
Thank you 🥰
অসম্ভব সুন্দর লেখনী, আপু । ❤
Thank you 🥰