Kazi Rakibul Islam

September 6, 2021 2 By JAR BOOK

 কবি ও লেখক পরিচিতি

Kazi Rakibul Islam

Student

Narail Sadar, Narail

সাঁঝের অবসর

কোন সে চিত্রকর সাজালো এ নিশামুখী গগন,
উজ্জল রঙে রাঙা তার ভাবনার প্রকাশ।
মেঘগুলির অলসতা চোখ ছুয়েছে,
মুগ্ধ করিছে তাহা স্বপন বেশে।
শান্ত নদীতে ঢালিয়াছে রাঙা সিঁদুর
স্রোতে অক্ষি যায় যতদূর।
সবুজ ঘাসে আমি চেয়ে অপলকে,
বালাকাটি নিতান্তই একলা উড়ে যায় দূর পথে।
বিষণ্ন ডানা জোড়া রূপকথা করিছে রচনা
সঙ্গীটি ছিলো যা হোইছে নিরুদ্দেশ।
ঐ দূরে ভেসে যায় পালোতোলা নায়রী
হটাৎই ভ্রম হয়,
যায় নাকি আসে ফিরে।
কোন আশায় বসে আছি নদী তীরে?
ব্যকুল এই চিৎকার তুমি শুনতে কি পাও মাঝি,
তোমার ঐ শূন্য নায়রী এই ঘাটে ভিড়াও আজি।