প্রেম
লেখক: কামরুল হাছান
প্রেম যদি আমাকে করতে হয়
মেয়েদের সাথে করা ওই প্রেম নয়,
রিলেশন যদি আমাকে করতে হয়
মেয়েদের সাথে করা ওই রিলেশন নয়,
তবেই করবো প্রেম আমি
আমার প্রিয় হাবীবের সাথে,
তবেই রিলেশন করবো আমি
পাঁচ ওয়াক্ত নামাজের সাথে,
থাকবো আমি সঠিক পথে
কখনো পড়বো না বিপদে,
জীবনকে গড়বো আমি রঙিন করে
চলতে পারি যেনো রাসুলের দেয়া পথে,
(আমিন)
mashallah kamrul hasan vhaiar kobita khub vhalo laglo