জন্মেছি এই বঙ্গে
জুবায়ের দুখু
জন্মেছি এই বঙ্গে মাগো
তোমার উদর থেকে
কোথায় যাবো, সুদর্শন এই
মাতৃভূমি রেখে?
আমার কাছে বঙ্গ মাগো
তোমার আঁচল ঘেরা
সবুজ শ্যামল দীর্ঘশ্বাসে
বেঁচে থাকার ডেরা।
চির-জনম মাগো রবো
মুক্ত বাতাস বঙ্গে
ফুল পাখি ও বনজভূমি
ইছামতির সঙ্গে।
যদি আমি যাই মরে মা…
বঙ্গ ছেড়ে একবার
খোদার কাছে চাইবো মাগো
বঙ্গে ফিরতে বারবার।
ধন্যবাদ
অপূর্ব অভিব্যক্তি। অশেষ প্রীতি ও শুভ কামনা।
ধন্যবাদ ভাইয়া
ধন্যবাদ ভাইয়া
সুন্দর
দারুণ
ধন্যবাদ ভাইয়া
চমৎকার লেখা । জুবায়ের দুখু মানেই নতুন শব্দ নতুন সৃষ্টি তার লেখার ঢং দারুণ।
ধন্যবাদ ভাইয়া
বাহ্! চমৎকার ছড়া।
ধন্যবাদ ভাইয়া
দারুণ লেখা দুখু ভাই
বাহ
Thanks
Sundor
Thanks brother
❤️❤️❤️❤️
Thanks brother
অপূব দেশ বন্দনা।শুভ কামনা রইলোক।
ধন্যবাদ
ভালো লেখা।
দারুণ
চমৎকার পঙক্তি, অনিন্দ্য প্রকাশ।
সুন্দর লেখা
সুন্দর লিখেছো, ছড়ার আকারে
মনোমুগ্ধকর কবিতা
মনোমুগ্ধকর
ভালোই লিখেছো❤️
দেশপ্রেমীর দেশবন্দনার চমৎকার প্রতিফলন পেয়েছে কবিতাটিতে।শুভ কামনা রইলো জুবায়ের ভাই।
শুভকামনা।
সুন্দর কবিতা
খুব সুন্দর
সুন্দর
অপূর্ব অভিব্যাক্তি জন্মস্থানকে নিয়ে।
জুবায়ের দুখু মানেই ভালো কিছু লেখা।