Hafizur Rahman

September 5, 2021 4 By JAR BOOK

 

 কবি ও লেখক পরিচিতি

Hafizur Rahman

ServiceHolder

গ্রামঃ খাস পাড়া, পোঃচরশ্রীপুর,থানা+ জেলাঃশেরপুর।

প্রবাসী

হাফিজুর রহমান শেরপুরী

হে প্রাণের প্রিয় বাংলাদেশি বাঙালী প্রবাসী,
তোমাদেরকে মনে প্রাণে খুবই ভালবাসি।
তোমরা বাংলাদেশের অর্থনীতির যোদ্ধা,
তোমাদের প্রতি আমাদের অসংখ্য শ্রদ্ধা।

তোমরা বাংলা মায়ের অকুতোভয় বীর,
তোমরাই বাংলাদেশের উন্নত মম শির।
সহ্যশক্তি ধারণ করে তোমরাই অবিচল,
বাংলাদেশের অর্থনীতি সদা করো সচল।

অসমাপ্ত ভালবাসা প্রবাসীদের মনেপ্রাণে,
আপনজনকে মিস করে তারা সারাক্ষণে।
তবু যদি আপনজনের খুশির সংবাদ পাই,
সব কষ্ট ভুলে গিয়ে মনে আনন্দে লাফাই।

আত্মীয়-স্বজনের কাছে একটি আবদার,
প্রবাসিদের প্রতি করো সর্বদাই সুব্যবহার।
তাদের মনে কষ্ট দিও না,অর্থ নষ্ট করো না,
প্রবাসিদেরকে কষ্ট দিলে আল্লাহ্‌ শবে না।

ও হে প্রবাসিদের পিতা-মাতা, ভাই- বোন,
প্রেমময় স্ত্রী, কচিকাঁচা অবুঝ সন্তানগণ।
প্রবাসীদের জন্য দোয়া করো গো সর্বক্ষণ,
তারা আমাদের জন্য সব দিচেছ বিসর্জন।