আমি মেয়ে মানুষ!
ফারজানা ইয়াসমিন মুক্তি
আমি মেয়ে মানুষ!
কখনো মা,কখনো বোন কখনো পুরুষের অর্ধাঙ্গিনী,
কখনো হাইওয়ে ধরে হেঁটে চলা নির্জনতায় কলঙ্কিনী।
আমি মেয়ে মানুষ!
কখনো প্রেমিকের উন্মাদনার বীজ
বুনে আমি হই সমাজের চোখের বালি,
আবার কখনো ভুলে ভরা শহরে একমাত্র আমিই সমাজের হাত তালি।
আমি মেয়ে মানুষ!
আমার চলায়, বলায়, চাহনিতে, মাদকতা খোঁজে বিকৃত মস্তিষ্কের পুরুষ জাত,
চোখেমুখে পাষবিক হিংস্রতা নিয়ে কেঁড়ে নেয় দিন-রাত।
আমি-ই মেয়ে মানুষ!
কখনো আমি সংসার, কখনো আমি প্রেমিক কবির ডায়রী জুড়ে প্রতি পাতার শব্দের উৎস,
কখনো আমি হিংস্রতার রোষানলে এসিড দগ্ধে কুৎসিত, বিভৎস।
হায়রে অবলা মেয়ে মানুষ!”