Chowdhury Siyam Elahi

September 6, 2021 0 By JAR BOOK

 কবি ও লেখক পরিচিতি

Chowdhury Siyam Elahi

Student

Kulal paRa,Teknaf,Cox’s Bazar

সমুদ্রের প্রতিশ্রুতি

চৌধুরী সিয়াম ইলাহী

মুহুর্তে মুহুর্তে এক পশলা মনোমুগ্ধকর হাওয়ার ঝলকানি,
বালিগুলোকে বার বার আলতো ছুঁয়েই যাচ্ছে যে পানি।
একটা অনন্য শব্দ প্রতিবার পরিবেশটা রাখছে যেন উত্তেজিত,
এ যে দৃশ্য পানিতে পানিতে ভালোবাসার মিশ্রণের পতিত।
শামুকের খোলস যে দেখি সব দলে দলে আসছে ভেসে অহরহ,
মানুষ পায় তার ধারে একটু প্রশান্তি যখন মনে শুরু হয় বিরহ।
এ পানির আছে নাকি আবার বহু ব্যাধির মহৌষোধ জানা,
তাইতো এ পবিত্র পানিতে স্নান করতে নেই কারো মানা।
ঢেউগুলো একের পর এক ধাপে ধাপে এসে মনে রঙ লাগায়,
আবার দেখি অনেকে এসে তার কিনারায় ভালোবাসার ঘর সাজায়।
বাচ্চাদের ও খুব ভালোয় লাগে ছুটির দিনে তার পাশে আসতে,
পারবে যে তারা আনন্দের সাথে দলবল নিয়ে ফুটবল খেলতে।
এই আবহমান পানির ধারা নিজের কাছে কিছুই রাখে না,
সবকিছুই ফিরিয়ে দেয় ঢেউয়ে করে সবার জানা অজানা।
তার তীরে গেলে যে সে ক্ষনিকের জন্য দূর করে দেয় সব কষ্ট,
নাম যে তার সমুদ্র কাউকে কি সে হতে দিতে পারে পথভ্রষ্ট।