Brishty Khathun

September 15, 2021 0 By JAR BOOK

কবি ও লেখক পরিচিতি

Brishty

Studint

জেলা:নওগাঁ

 মুজিবের অবদান

                বৃষ্টি খাতুন

 যার বজ্র কন্ঠে, বজ্র শব্দে,

                   কেঁপে ওঠেছিল মঞ্চ।

 সেই সুর, সেই ধ্বনি,

                   আজ দুনিয়াতে নাই।

লেলিহীন শিখা দীপ্ত আকাশে উড়িয়েছে পতাকা।

                 সেই মহাপুরুষ আজ কোথায়?

রেয়েছে স্মৃতি, আছে ভাষন,

                      ব্রজাঙ্গনা দামি দামি কথা।

বীর বাঙ্গালী তা ভুলিবেনা।

                     চির স্বরনীয় তুমি স্বরনীয় রবে,

আজীবন তুমি অমর থাকবে।

              ‌‌‌তোমার অবদান রবে চিরকাল।

মঞ্চে তোমার কন্ঠ তুলে,

                 শুনিয়েছিলে অমর বাণী।

এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম,

                   এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।

বীর বাঙ্গালী অস্ত্র ধর,

                    বাংলাদেশকে স্বাধীন কর।

তুমি অমর, তুমি চিরস্বরনীয়,

                     তুমি পথ দেখানোর পথিক।

তোমার অবদানে আজ বাঙ্গালীরা স্বাধীন।

          প্রিয় তুমি,প্রিয় নেতা,প্রিয় জাতির পিতা, 

জাতি ভুলিবেনা মুজিব তোমার অবদানের কথা।

          বীর বাঙালি, বীর নেতা, বীর বন্ধু তুমি,

         তোমারি অবদান স্বাধীন বাংলা ভূমি।

ভুলবেনা বাঙ্গালী, ভুলবেনা জাতি,ভুলবেনা ইতিহাস

আজীবন বাঙ্গালী স্বরন রাখবে,

                                মুজিব তোমার অবদান।