Antu

September 23, 2021 0 By JAR BOOK

কবি ও লেখক পরিচিতি

Antu

Student

Sirajganj sadar

ব্যাক্ততার সমাপ্তি

অন্তু
শীতের সকাল ,
অংক – ইংরেজি- হিসাববিজ্ঞান বইয়ে ঢাকা এ হাতে ,,,
এক রাস্তার দুই পাশ-
নিয়ন্টন হারা চোখদুটি বারবার যায় – কোনো অপেক্ষায় থাকা দৃষ্টির কাছে,,
যে দৃষ্টিতে আটকানো যায় না -!!
লজ্জার মাথা খেয়ে বারবার দেখতে নিশ্চয় দোষের কিছু নায়,,,,?
এ এক প্রবল নেশা –
বক্সিম চন্দ্র চট্টপাধ্যায় এর আফিং এর নেশা এ না ;
রাজধানীর অন্ধকার গলিতে – পঁচা গলা উৎকৃষ্টের গন্ধের তীব্রতায় মিশে যাওয়া-
দির্ঘ রাত জাগায় কালিপরা দুটি চোখ – শীর্ণ ভগ্নাঃশেষ দেহে নেশায় ভুত হয়ে থাকা ছেলেটা ,,,,,
নাহ্ এ সেই বাবার্ নেশাও না,,
পবিএতার স্নিগ্ধতার জোরানো এক অন্যভূতি- যার গভিরতায় মনকে শিতল শান্ত হতে বাধ্য করে,,,!!!
যে অনুভূতি বারবার ফিরে পাওয়ার আকাক্ষায় ব্যাক্ততার সমাপ্তি ঘটে???