সমাধি
অন্তজা বিনতে আমিনুল
তুমি আমার,
আর তোমার ধরিত্রীর সবটুকু জল আমার।
আমার ব্রহ্মাণ্ডে তোমার যে সুখ তা আমার।
তোমার যে দুঃখ, যে কষ্ট-কান্না-হাসি,
আমি মাথায় নিয়ে কাটাবো হাজার আর সহস্র বছর হে নারী।
তোমাতে আমাতে যে স্পর্শ,যে আশা,তোমাতে আমাতে যে লড়াই সব আমার।
সব আমার পৃথিবী তৈরি করে,প্রিয়।
তুমি নতুন কোন পূজোর মেলায় আবার সেজো, নতুন করে, শাড়ি-টিপ আর সিঁদুর মাথায়!
আমায় মনে এক সমুদ্র ত্রাস।
শুধু তোমায় নিয়ে আকাশ দেখার যে শখ, সেটা আর হলো না পূরণ।
গভীর ক্ষত বুকের মাঝে।
সমাধিতে যে ফুল আমি রোজ দেই তা সাদা নয় তা লাল।
কেন জানো?
আমি এখনো ভালোবাসি, এখনো ভালোবাসি তোমার প্রতিটা অতীত নিশ্বাস।
তোমার হাসি আমার রন্ধ্রে রন্ধ্রে এখনো বাজে।
এখনো কপালে যে তোমার সিদুর আমি স্পষ্ট দেখি রক্ত জবার চেয়েও লাল।
কি জীবন্ত তুমি আমার স্মৃতিতে,অথচ সবাই বিগত বলে।
শুধু আমিই জানি।
শুধু আমিই জানি তোমার আর আমাতে এক সমাধি ফারাক শুধু,
তুমিতে আর আমিতে।”
কি জীবন্ত তুমি আমার স্মৃতিতে,অথচ সবাই বিগত বলে।
শুধু আমিই জানি।
শুধু আমিই জানি তোমার আর আমাতে এক সমাধি ফারাক শুধু,
তুমিতে আর আমিতে।”
অসাধারণ লেগেছে 💙 । হ্যা শুধু আমিই জানি 💙
Thank you 🥰
শুধু আমিই জানি তোমার আর আমাতে এক সমাধি ফারাক শুধু,
Ei part ta onk joss. Touchy.
Thank you so much ❤️
খুবই সুন্দর হইছে কবিতাটা। অসাধারণ প্রতিভা। Keep it up❤️❤️ Best Wishes
Tnx 🥰
💕💕💕💕💕💕
🥰
awesome one!
Thank you
সুন্দর
ধন্যবাদ
Outstanding creative.
ধন্যবাদ
tnx bondhu
চমৎকার।।এগিয়ে যাও।।।😍😍😍
Antoza Binte Aminul
খুব চমৎকার হয়েছে।😍
Tnx sis…
😇
Superb ❤️
লেখা চালিয়ে যাও..এরকম আরো ভালো ভালো লেখা এক্সপেক্ট করছি
I’ll try inshallah ….
এটা তোর লেখছিস বোন? সত্যি আমি বিস্মিত হলাম! অনেক ভালো লিখছিস বোন! তোর যে এই প্রতিভা টাও বিদ্যমান তা জেনে খুশি হলাম। Carry on sister!
Antoza Binte Aminul
❤️❤️❤️❤️
🥰 Thank you
দারুণ হয়েছে কবিতা টা।
Excellent
❤️🥰
এত সুন্দর কবিতা লিখিস!
জানতাম না,
Wonderful…
Antoza Binte Aminul
অসাধারন
দারুণ
Wowww…🥰
❤️ bandhobi
আপু অনেক সুন্দর হইছে।
thank you 🥰
Good job. All the best bandhubi.
🤗
অনেক সুন্দর লিখেছেন।।
Best of luck. Wish you a great success
দারুণ উপস্থাপন।
আলহামদুলিল্লাহ
💕
মাশাআল্লাহ ❤️
💕❤
অন্তজা 😍
খুব ভালো লিখেছো
👌👌👌👌👌
Wow beautiful poem ❤️❤️❤️
❤️
সুন্দর হয়েছে
অনেক সুন্দর হয়েছে, আপু❤️
মনোমুগ্ধকর ®©
বাহ সুন্দর!🥰😇
অসাধারণ মনোমুগ্ধকর ছিলোহ্ প্রকাশটাহ্❤️
Onek sundor hoise dost❤️😍
এত সুন্দর!!! ❤️
সুন্দর কবিতা 😀।শুভ কামনা
সুন্দর কবিতা 😀।শুভ কামনা
কি সুন্দর ❤️
অসাধারণ লেখা।আরো এমন লেখা চাই। শুভকামনা রইল।
খুব সুন্দর কবিতা
বাহ! অসাধারণ
সমাধিতে যে ফুল আমি রোজ দেই তা সাদা নয় তা লাল।
কেন জানো?
আমি এখনো ভালোবাসি, এখনো ভালোবাসি তোমার প্রতিটা অতীত নিশ্বাস।
সব আমার পৃথিবী তৈরি করে,প্রিয়।