Antoza Binte Aminul

September 18, 2021 64 By JAR BOOK

কবি ও লেখক পরিচিতি

Antoza Binte Aminul

Student

Seujgari, Sabujbag, Bogura sadar, Bogura.

সমাধি 

 

অন্তজা বিনতে আমিনুল 

 

তুমি আমার,

আর তোমার ধরিত্রীর সবটুকু জল আমার।

আমার ব্রহ্মাণ্ডে তোমার যে সুখ তা আমার।

তোমার যে দুঃখ, যে কষ্ট-কান্না-হাসি, 

আমি মাথায় নিয়ে কাটাবো হাজার আর সহস্র বছর হে নারী।

 

তোমাতে আমাতে যে স্পর্শ,যে আশা,তোমাতে আমাতে যে লড়াই সব আমার।

সব আমার পৃথিবী তৈরি করে,প্রিয়।

তুমি নতুন কোন পূজোর মেলায় আবার সেজো, নতুন করে, শাড়ি-টিপ আর সিঁদুর মাথায়!

 

আমায় মনে এক সমুদ্র ত্রাস।

শুধু তোমায় নিয়ে আকাশ দেখার যে  শখ, সেটা আর হলো না পূরণ।

গভীর ক্ষত বুকের মাঝে।

 

সমাধিতে যে ফুল আমি রোজ দেই তা সাদা নয় তা লাল।

কেন জানো?

আমি এখনো ভালোবাসি, এখনো ভালোবাসি তোমার প্রতিটা অতীত নিশ্বাস।

তোমার হাসি আমার রন্ধ্রে রন্ধ্রে এখনো বাজে।

এখনো কপালে যে তোমার সিদুর আমি স্পষ্ট দেখি রক্ত জবার চেয়েও লাল।

কি জীবন্ত তুমি আমার স্মৃতিতে,অথচ সবাই বিগত বলে।

শুধু আমিই জানি।

শুধু আমিই জানি তোমার আর আমাতে এক সমাধি ফারাক শুধু, 

তুমিতে আর আমিতে।”