আমি একটা শান্তির নীড় চাই
আমি চাই না আকাশ চুম্বি বিশাল প্রাসাদ,
সজ্জিত,তুলতুলে নরম বিছানা,
আমার চাহিদার উর্ধে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষ
নেই ভোগ বিলাসের বাড়তি কামনা।
আমি চাই না দামী গাড়ি,
বৃহৎ আয়তনের দৃষ্টিশোভন বাড়ি,
অভিলাষী নই রঙিন রেশমী শাড়ীর,
চাই না শাড়ীতে আবৃত লাবন্যময়ী নারী।
আমি চাই না সোনা-গহনা,টাকা-খড়ি,
অতিরিক্ত খাদ্য গ্রহন করে বাড়াতে মেদ,ভূরি,
আমি স্বপ্ন দেখি না বানাতে রাজপুরী,
প্রতিদিন আহারে থাকবে রুই মাছের মুড়ি।
এসবের কিছু প্রয়োজন নেই আমার,
নেই বাড়তি চাহিদা, যৌন বুভুক্ষা,
আমি একটা শান্তির নীড় চাই
এটাই আমার চির আকাঙ্ক্ষা।
আমি একটা শান্তির নীড় চাই
যেথায় আমি মমতা বিলাবো,
খুঁজে নেব টুকরো টুকরো ভালোবাসা।
স্বজন,প্রিয়জনদের মাঝে মিশে রইবো
পাবো বাঁচার বাড়তি আশা,ভরসা।
আমি চাই একটুকরো উন্মুক্ত আকাশ,
বিশুদ্ধ বাতাসে নেব বুক ভরা শ্বাস।
বিশ্বনিখিল ঘুরে বেড়াবো সন্ন্যাসীবেশে
শান্তিধামে আশ্রয় নিব সন্ধ্যাবেলা,দিন শেষে।
চাই সুন্দর,সুস্থ একটা সমাজ
যেথায় রইবে না অপরাধের ছদ্মবেশী সাজ,
থাকবে না ধর্ষণ,খুন,শোষন,বঞ্চন
করব মানুষে মানুষে সুখ বন্টন।
আমি চাই ন্যায কথাটি অকপটে বলতে
নিষ্ঠ মানবতার উচ্চ চুড়ায় চড়তে,
চাই শীতল ছায়ায় শ্বেতপায়রার ভীড়
সুখ,দুঃখের আশ্রয়””একটা শান্তির নীড়। “