Amatullah Afroza Abida

September 10, 2021 0 By JAR BOOK

কবি ও লেখক পরিচিতি

Amatullah Afroza Abida

Student

Char- kalpur, Boulotoli, Gopalgonj Sodor

একটি দিন

সেই সকাল থেকে শো শো করে
যাচ্ছে বয়ে বায়ু,
মুক্ত হওয়ায় মনে হচ্ছে যেন
যাচ্ছে খুলে আয়ু!
কিছুক্ষণ পরপর ঝিরঝির বৃষ্টি
বাতাসের সঙ্গে মিশে,
যাচ্ছে বয়ে বাতাসের সবেগে
শরীরের সাথে ঘেষে।
কখনো আকাশের মেঘের ফাঁকে
সোনালী সূর্যের মুখটি
তারি সাথে সাথে কিছু আশায়
উদগ্রীব হয়ে ওঠে বুকটি।
বাড়ির সামনের পুকুরের পানি
ক্রমেই যাচ্ছে বেড়ে
ভাবনা এমন মাটি ফাক করে
উঠছে তারা চিরে
উঠোনের সামনের আম গাছ থেকে
যাচ্ছে ঝরে আম
এক দফা তার শেষ হয়ে গিয়ে
আবার পাকছে জাম
বাতাসের বেগ ক্রমেই যেন
যাচ্ছে বেড়ে বেড়ে,
যদি পারে তবে এক দমকায়
নিয়ে যায় উড়িয়ে!
সন্ধ্যা হয়ে গেছে মসজিদে মসজিদে
উঠছে আজানের সুর
বাতাসের গতি ক্রমেই বেড়ে
যাচ্ছে বহু-দূ…র॥”