প্রতিশ্রুতি
—-অধার আলো
কতটা বছর কতটা বসন্ত গেলো পেরিয়ে
তোমার দেওয়া প্রতিশ্রুতির অপেক্ষায়,
তুমি আসবে, তুমি আসবে ভেবে করেছি পার
কত রজনী, কতটা কাল, কতটা প্রহর।
তোমাকে ভালোবেসে বক্ষে ধরে,
কত নোনা জল জড়িয়েছি নিশিভোর।
বিনিময়ে কিছুই চাই নি কখনো কোনদিন
শুধু তোমায় দেখার তীব্র ইচ্ছে ছিলো!
লালসা ছিলো তোমার ভালোবাসার প্রতি
হয়ত কোন একদিন তোমার ভালোবাসার নোঙর
এসে ভীড়বে দুয়ারে।
জানি তুমি আসবে, রাখতে প্রতিশ্রুতি,
হবে শেষ অপেক্ষার প্রহর
এই ব্যাস্ত নগরীর অলিগলিতে খুঁজবে আমায়,
কিন্তু সেদিন বড্ড দেরি হয়ে যাবে নাতো?
হয়তো নিঃশ্বাস রবে না আর এ দেহে।
সেদিন চাইলেও তুমি দেখতে পারবে না
তোমার কল্পনার অবয়ব,
আমার কাঙ্ক্ষিত জীবিত মুখচ্ছবি!
ছুঁতে পারবে না আমার হস্ত, মায়াবী আঁখি,
তোমার ভালোবাসার স্পন্দন ছুঁয়ে দিতে পারবে না আমার অলিক, অনিন্দ্য ঠোঁট।
প্রচন্ড অভিমান নিয়ে ফিরে যাবে তুমি,
হয়ত রাগে ক্ষোভে স্বার্থপর বলবে আমায় ,
জানবেনা কোনদিন কতটা দিবানিশি
স্বপ্ন লালিত করেছি বুকে, তোমায় ভেবে গুনেছি প্রহর,
আসবে তুমি রাখতে প্রতিশ্রতি, এনে দিবে সোনালী দিন,
আলো ঝলমলে রঙিন প্রভাত,
অবশেষে গিয়েছি ঝরে শুকনোপাতার মত
বিষন্ন ভগ্নহৃদয় নিয়ে দিয়েছি পারি ওপারে।
“