Alauddin Al Helal

September 8, 2021 0 By JAR BOOK

 কবি ও লেখক পরিচিতি

Alauddin Al Helal

সহকারী শিক্ষক
৫ নং ওয়ার্ড মাস্টার পাড়া, মাটিরাঙ্গা পৌরসভা, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি।

বুবু

বুবুর হাতেই হাতে খড়ি লেখা পড়ার শুরু,
বুবুই হলেন জীবনের প্রথম শিক্ষা গুরু।

ছোট্ট বেলায় হাতটি ধরে বিদ্যালয়ের পানে,
বুবু আমায় নিয়ে যেতেন সব লোকেই তা জানে।

বুবুর সাথে দুপুর বেলায় খেলতে চড়ুইভাতি।
নানান মজার গল্প বলে কাটিয়ে দিতেন রাতই।

যতন করে পড়তে বসায় নেই মনে তার ক্ষোভ,
আমায় মানুষ করার তরে চেস্টা চলে খুব।

চাঁদের মতন মুখটা বুবুর খোদার অশেষ দান,
তার ছোঁয়াতে হৃদয় জুড়ে বহে সুখের বান।

মায়ের পরে স্থানটি বুবুর তার তুলনা নাই,
এ ভূবনে বুবুর মতন আপন কারে পাই।

বুবুর বলা, বুবুর চলা, শাষন-বারন অনুকরন
বিয়ের পরে চলে গেলে শূন্যতারই বিচরন।

বুবুকে অনেক ভালবাসি হয়নি বলা কভু,
সারা জীবন বুবু কে আমার ভাল রেখো প্রভু।”