পাকিসেনাদের জন্য
আজ কাদের জন্য এত চিত্কার, এত হাহাকার?
আজ কাদের জন্য বাংলার প্রতীভা মাটিতে মিশে একাকার?
আজ কাদের জন্য ঝরিয়েছ এত রক্ত?
আজ কাদের জন্য হারিয়েছি প্রিয় স্বজন- আত্নীয়?
আজ কাদের জন্য খালি হলো মায়ের কোল?
আজ কাদের জন্য ভাইয়ের স্নেহ থেকে বঞ্চিত হলো বোন?
আজ কাদের জন্য রয়েছি আত্নগোপনে?
আজ কাদের জন্য বাংলার মানুষ ভেসেছে রক্তস্রতে?
“” পাকসেনাদের জন্য “”
আজ পাকিসেনাদের অত্যাচারে,
বাংলার পথে তাজা রক্তের দাগ লাল আল্পনা আঁকে।
আজ পাকিসেনাদের নির্যাতনে,
এ মাটির বুকে হারানোর বেদনা চিত্কার করে কাঁদে।
আজ পাকিসেনাদের জন্য আমরা হারিয়েছি মেধা,বরণ করেছি একাকিত্ব।
তীব্র ঘৃণা ও গভীর শোকে বাংলা হলো ক্ষুব্ধ,
বাজি রেখে প্রাণ বীর বাঙালি করেছিলো তাই যুদ্ধ।
কি হলো অবশেষে?
পাকিসেনাদের হারিয়ে,
বিজয়ের নিশান উড়িয়ে,
বীর বাঙালি স্বাধিনতা আনলো ছিনিয়ে।
অসাধারণ হয়েছে!
অসাধারণ লিখেছিস!❤️❤️