History

স্মরণবেলা

October 15, 2020 0 By jarlimited

মর্জিনা আক্তার

অদ্য স্মরণবেলায় তোমার জন্মদিন,
শুভ লগন,শুভ ক্ষণ,স্মরণে নিশি নিদ হীন।
শুভ কামনা তোমার তরে,
বারংবার এই ক্ষণ…
জীবনে তোমার আসুক ফিরে।

শূন্য হাতে জন্ম তোমার,
শূন্যতেই যেন হয়না পারাপার।
কর্মে তুমি অমর রবে যে ভবে,
অমৃত পানে দেহ যেমন সহস্র বছর বাঁচে।

মানবতার তরে তোমার সত্য লিখন,
থামেনা যেন সেই সুর সেই কথন।
অসহায়দের সম্বল হও,বিঁধলেও নিন্দুকের তীর!
পাছে লোকের প্ররোচনায় নোয়াবে না শির।

শুনো একটিবার পেতে কান,
কবিতাগুলো ডাকছে তোমায়, তুলে শব্দের উজান!
হত্যা করো না শব্দের মালা,
কলমে জবাব দাও,নিন্দুকের বাড়ুক জ্বালা।

বিদ্রোহী লেখক তুমি, তুলো পুনরায় কলম।
তোমার কবিতাই যেন হয় মজলুমের মলম।
বিষফোড়ার অগ্নি দহন করো নিবারন,
যত কঠিন পথ হোক,কলমই তার আবরণ!

অপেক্ষায় চেয়ে এক পাখি দেখো অরণ্যতটে,
তোমার কবিতা অন্বেষণ করেছে সে স্মৃতিপটে।
আবার লিখবে কবি তার কবিতা,
আবার আঁকবে শিল্পী তার নতুন ছবিটা।

Date: October 4, 2020
Time: 4:53 pm