
জাকিয়া ইসলাম
ছোট্ট খোকা ছোটবেলায় মায়ের চুল হাতের মুঠোয় ধরা ছাড়া ঘুমোতে পারত না। কিন্তু সেই কালো চুল যখন সাদা হলো খোকা আর মায়ের দূরত্বও বেড়ে গেলো। কারণ ততোদিনে খোকা চুল ধরা ছাড়া ঘুমোতে শিখে গেছে।
খোকার নতুন জীবন শুরু হলো নতুন মানুষদের সাথে। সেখানে মা যেন কোথায় হারিয়ে যায়। সাদা টাইলসে মোড়ানো ঝাঁচকচকে ফ্ল্যাটে নিত্যনতুন ফার্নিচারের ভীড়ে সাদা চুলের অতি পুরনো পয়ষট্টি বছরের বৃদ্ধ মা যেন বড়ই বেমানান।
বৃদ্ধ মা তার সময় আর শ্রম নষ্ট করে ছোট ছোট কাজের মাধ্যমে নতুন মানুষদের মাঝে নিজের অস্তিত্ব জানানোর কি নিদারুণ প্রচেষ্টা! একই ছাদের নিচে থেকেও খোকা আর মায়ের মাঝে এখন যোজন যোজন দূরত্ব।
Date: October 9, 2020
Time: 12:19 am
Related
CategoryJAR Author BOOK
পৃথিবীতে মানুষের জীবনে সব থেকে আপনজন হচ্ছে
❤️মা❤️
কিছু কিছু লিখা আছে যেগুলো বারবার পড়তে ইচ্ছে হবে আপনার। এই লেখাটিও ঠিক সেই রকমই একটি লিখা আমার অসম্ভব পছন্দ হয়েছে,,,,