River

হাঙ্গর নদী

October 14, 2020 0 By jarlimited

আবু মুহাম্মাদ

নদীর কুলে সবাই মিলে
করি বসবাস।
সুখে দুখে হেসে খেলে তাই
কাটে বারো মাস।
কাঁদা মাটিতে মিশে যাই যে,
খুব কাছে মোরা।
তরু লতার সবুজ মাঝে
আমাদের চলাফেরা।
হঠাৎ আকাশ কালো হয়ে,
এলো ঐ আম্পান
সেদিন নদী হাঙ্গর রুপে
কেড়ে নিলো প্রান।
গিলে নিল ঘর বিল মাঠ
ভিটে হলো শেষ,
সেই থেকে হয়নি লাঘব
কাটেনি সে রেশ।।

Date: October 3, 2020
Time: 10:14 am