
মকছেদুল বারী
আর মাত্র কিছু সময় পরে-
পায়ের শিকলগুলো লজ্জায় ছেড়ে যাবে,
পথের ধূলিগুলো সজাগ হবে মানুষের বিচরণে,
মানুষে মানুষে ভরে উঠবে শহরের অলি-গলি,
আমরা আবারো ফিরে যাবো আনন্দধারায়।
লাগামহীন ভাবে ঘুড়ে বেড়াবে যুবক-যুবতিরা,
মহল্লার কোনো এক প্রান্তের উরন্ত কিশোর শার্টের পকেটে গোলাপ নিয়ে-
মিলিত হবে অন্য মহল্লার কিশোরীর সাথে।
কিশোরীর চাহনিতে সে কি লজ্জা বোধ জাগরিত হবে,
বিদ্যালয়গুলো খোলার পরে রাষ্ট্র ফিরে পাবে তার কলিজাটুকু,
বৈশাখী রঙে আবারো রঙ্গিন হবে শিশুর গাল
আমরা আবারো ফিরে যাবো আনন্দধারায়।
শীতের রাতের কোনো এক কনসার্টে আবারো মেতে উঠবে আর্টসেল –
প্রতিটি দর্শকের চিৎকারে ধ্বনিত হবে ” ও আমায় ভালোবাসেনি”।
প্রতিটি প্রানী ছুটে যাবে নিজ নিজ গন্তব্যে-
বড় বড় গার্মেন্টস, কারখানা গুলো আবারো আরো বড় হবে ,
তল তল করে বড় বড় ইমারত নির্মাণ হবে,
দেশের অর্থনীতি আবারো চাঙা হবে।
ঘুমন্ত শহরটি আবারো জেগে উঠবে বাস-
সিএনজি,প্রাইভেট কার আর হুন্ডার প্যা-পু শব্দে ।
আদরের দুলালেরা টাকা উড়ানোর জন্যে আবিষ্কার করবে অভিনব পদ্ধতি-
কখনো লাল ঘর, কখনো বা গাজার আসর।
লোক ভুলানো কথার ফুলঝুরিতে প্রাণ ফিরে পাবে ন্যায়-নীতির মঞ্চ,
আমরা একদিন আবারো ঘুড়ে দাড়াবো
আবারো একদিন দুর্নীতিতে জায়গাটা পাকা করবো,
স্ব-স্ব স্থান হতেই মেতে উঠবো পরিবেশ ধ্বংসে,
মসজিদগুলো আবারো ফাকা হয়েই রবে,
আবারো সামান্য কারনে দেশে-দেশে স্নায়ুযুদ্ধে লেগে থাকবো,
কতো বাহারি রকম যুদ্ধ ;
দলীয় যুদ্ধ,জাতে যুদ্ধ, বর্ণে যুদ্ধ আরো বেশি ধর্মের যুদ্ধ
ক্ষমতার জন্যে যুদ্ধের কথা আর নাই বা বললাম-
আমরা আবারো মানুষ মারবো- সিরিয়া কিংবা কাশ্মীরিরে।
আমরা আবারো আমাদের আকাশটা কালো বানাতে উঠেপড়ে লাগবো-
আমরা ভুলে যাবো – করোনা কি?
আমরা ভুলে যাবো – আমি কে?
পত্রিকার পাতা আবারো ছেয়ে যাবে-
কোনো এক ছোট্ট গায়ের, ছোট্ট মেয়েটির ধর্ষণের শিরোনামে।
Date: October 7, 2020
Time: 7:37 pm