
নিশপা আক্তার নোভা
আধার রাতে একলা আমি
বেলকুণীর ওই কোণে
স্নিগ্ধ হাওয়ায় খোলা চুলে
ভাবছি মনে মনে,
হঠাৎ যদি বৃষ্টি হতো
ঝড়ো হাওয়ার সাথে
বাইরে এসে ভিজতাম আমি
অন্ধকারের রাতে,
মেঘ বুঝি আমার ইচ্ছে গুলো
পূর্ণ করে দিল
অমনি করেই বজ্রপাতে
বৃষ্টি হয়ে গেলো,
আমি তখন এক ছুটেতে
ভিজতে চলে আসি
মনটা যেন বলে ওঠে
বৃষ্টি ভালোবাসি।।
দেশের তরে
এই ছিলো তখন
বীর সেনাদের পণ
দেশের তরে জীবন দেবো
যুদ্ধে নেমেছি যখন,
দেশের হয়ে রূখেছে তারা
জীবন রেখেছে বাজি
দেশের তরে লড়ে তারা
প্রাণ দিতে ও রাজি,
তবে চলো আমরাও আজ
দেশের তরে লড়বো
প্রয়োজনে জীবন দেবো
তবু বিজয় ছিনিয়ে আনবো।।।
< মা >
তোমায় ভালোবাসি গো মা
সবকিছুরই তরে
মন ভরে না তাইতো তোমায়
দেখি নয়ন ভরে,
এ দুনিয়ায় যা কিছু মা
আছে অনেক দামি
তাহার চেয়েও দামি মাগো
তোমার আচল খানি,
চাঁদের চেয়েও মিষ্টি মাগো
তোমার মুখের হাসি
তাইতো তোমায় সবার চেয়ে
বেশি ভালোবাসি।
Date: October 14, 2020
Time: 11:40 pm
পৃথিবীর সব আনন্দময় জিনিসগুলো বিনামূল্যে পাওয়া যায়। যেমনঃ জোসনা, বৃষ্টি, মানুষের ভালোবাসা। 🌧️
সত্যি অসাধারণ লিখা👍❤️