
ফরহাদ হোসেন
দেশের মাটি কৃষক চাষি ফসল ফলায় রোজ
মাথার ঘামে মাটি ভিজে নেয়না কেহ খোঁজ,
কৃষক আমি খেটে মরছি পাইনা ন্যায্য দাম
জীবন কাটে মানবেতের কৃষক আমার নাম।
আমন ধানে মনটা ভরে কৃষক হাসে ভাই
সব কিছুরই মূল্য আছে ধানের মূল্য নাই,
সে’যে মোদের কৃষক জাতি বাদল বর্ষা গাঁয়
মরুর বুকে ফটিক নাচে গামছা মাথায় যায়।
দেশকে নিয়ে চিন্তা করেন সোনার জাতি বেশ
মুখে তাদের স্লোগান ছিলো গড়বো মোরা দেশ,
অধিক হারে ফসল হলে রাখেন যেনো মান
বাংলা মোদের কৃষক চাষি সে’যে প্রাণের প্রাণ।
অর্ধাহারে জীবন কাটে একটি বেলা খায়
আমার দেশে কৃষক শ্রমিক জীবন বাঁচা দায়,
এমন করে চলবে কতো সোনার বাংলাদেশ
কষ্টের সাথে জীবন কাটে পেটে খাবার শেষ।
দুঃখ আমার মনের মাঝে ঝরাই শুধু ঘাম
কৃষক আমার জীবন গেল পাইনা ভালো দাম,
কষ্ট করে ফসল ফলায় আমার কৃষক ভাই
এসো সবাই মিলেমিশে ন্যায্য মূল্য চাই।
স্বরবৃত্তঃ৪+৪+৪+১
Date: October 3, 2020
Time: 1:26 pm