tuli Alam

প্রেমের প্রতিদান

October 5, 2020 0 By jarlimited

তুলি আলম

আকুল অশ্রুতে লেখা যার নাম
কি আর দেব তার প্রেমের দাম
মন সে নয় কোনো পথের ধুলো
অনেক দামী সেই মনটা নিলো
মনের দামে কিনেছি প্রেম তার
তবু কি বাকী চাওয়া-পাওয়ার ।
তবু যদি চায় প্রেমের প্রতিদান
এ-মন চিরতরে করে দেব দান


Boddhomondir, dhaka
Date: October 5, 2020
Time: 10:00 am