
তাসপিয়া ইসলাম লাবণ্য
শুধু তোমার জন্যে –
আমি আমার সমস্ত সুরগুলোকে স্বেচ্ছায় নির্বাসন দিলাম,
শুধু তোমার জন্যে –
আমার সমস্ত ছন্দ এই নিস্পন্দ ধরিত্রীর একক অংশীদার,
আঁধার নিশীথ সঙ্গী কার?
জানা নেই আমার।
বরাবরের মতোই উত্তর চাই তোমার কাছে-
প্রশ্নাতীত কিছু অতীত,
শুধু তোমার জন্যেই আজ রক্তকমল উপহার।।
সময়েরা হাত ফসকে যায়,
হয়তো কিছু নির্বিচার, নির্বিবাদী রং তোমার,
ঘুম জড়ানো আমার চোখে ভুলবশত আটকে যায়।।
রাখতে গিয়ে সুখের পালে,
দুঃখের জলে ডুবসাঁতার,
আবছা স্মৃতির গল্পগুলো এমনি করেই থমকে যায়।
পথেই আলাপ, পথেই পরিচয়,
পথেই আবার হোঁচট খাবার ভয়।
….. ….. ….. …..
তাই কুড়িয়ে নিলাম তোমার পথের ধুলো,
যখন ক্লান্তি এসে আমার দুচোখ ছুঁলো।।
Date: October 8, 2020
Time: 7:00 pm
Related
CategoryJAR Author BOOK