
মুহাম্মদ বুরহান উদ্দিন ফাহিম
নারীর আর্তনাদ কানে ভাসে,
কেহ শোনে না আওয়াজ উড়ে যায় বাতাসে।
কি হয়েছে?
ধর্ষন!!!
কে দেখেছে?
দর্শক!!!
ধর্ষিতা আসে বিচারের আশায়,
দর্শক ছুটে যায় আবেগের চলনায়।
এই কেমন বাংলা?
মহামারীর রঙে রঙিন হলো ধর্ষন ঝামেলা।
ধর্ষনের প্রতিবাদ করে সবাই বিচার করে না কেহ,
ধর্ষিতা তুমি দিয়েছো নিজ অস্থিত্বকে শবদাহ।
নারী তোমার নিরবতা,
হারিয়েছো নিজ গুণে স্বাধীনতা।
নারী তোমার ভয় নাই,
তোমার নিরপওার জন্য আছি তোমারই মানবতার ভাই।
নারী পৌঁছে দাও তোমার গর্জন,
বন্ধ হবে একদিন তোমার অস্তিত্বের ধর্ষন।
জাগো বাংলা,
জাগো প্রতিবাদী চেতনা।
Date: October 8, 2020
Time: 12:45 pm
Related
CategoryJAR Author BOOK